বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান গকুল বিজয়ী

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা
প্রকাশিত: ১১:৫৫ এএম, সোমবার, ১১ মার্চ ২০১৯ | ১২৭৩

নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীক নিয়ে অহিদুল ইসলাম গকুল বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ২৬ হাজার ৩৭৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের নৌকা প্রতীকের সেকেন্দার রহমান পেয়েছেন ২০ হাজার ৭৮০ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে বাংলাদেশের ওয়ার্কাস পার্টির প্রার্থী আব্দুল হাদী ২৬ হাজার ২৭১ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আমানুল্লাহ আমান টিউবয়েল প্রতীকে পেয়েছেন ১০ হাজার ১৩১ ভোট।

অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে খোদিজা বেগম শাপলা ফুটবল প্রতীকে ২১ হাজার ৯৪৭ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহিদা বেগম মিতা হাঁস প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৭০১ ভোট।

এ উপজেলায় চেয়ারম্যান পদে দুই, ভাইস চেয়ারম্যান পদে ৪ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লাখ দুই হাজার ৫৭৪ জন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা ৫১ হাজার ৫৭৪ এবং পুরুষ ভোটারের সংখ্যা ৫১ হাজার। এই নির্বাচনে ভোটারের উপস্থিতি ছিল ৪৬.৯৪% ।