নতুন ভেন্যুতে অরুন্ধতী রায়ের অনুষ্ঠান হবে

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০২:১০ পিএম, মঙ্গলবার, ৫ মার্চ ২০১৯ | ১৮০

‘দ্য গড অব স্মল থিংস’ খ্যাত বিখ্যাত ঔপন্যাসিক ও অ্যাকটিভিস্ট অরুন্ধতী রায়ের বক্তব্য ও সুধীজনের সঙ্গে মতবিনিময়ের অনুষ্ঠানটির ভেন্যু পরিবর্তন করা হয়েছে।

বুকার পুরস্কার পাওয়া প্রখ্যাত এ লেখককে নিয়ে অনুষ্ঠানটি রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের পরিবর্তে মাইডাস সেন্টারে হবে।

নতুন ভেন্যুতে হলেও একই সময়ে এবং আগের রেজিস্ট্রেশনেই অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে বলে জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ ছবিমেলা।

মঙ্গলবার ‘ছবিমেলা’ নামক সংগঠনের আয়োজনে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে সন্ধ্যা ৬টা থেকে ম্যান বুকারজয়ী লেখক অরুন্ধতী রায়ের বক্তব্য ও সুধীজনের সঙ্গে মতবিনিময়ের কথা ছিল।

তবে অনুষ্ঠানটি ‘অনিবার্য কারণে’ স্থগিত করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং কৃষিবিদ ইনস্টিটিউট কর্তৃপক্ষ।

এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবিমেলার পেজে দেয়া পোস্টে বলা হয়, ‘এ অনুষ্ঠানটি করার ব্যাপারে গত ১৬ ফেব্রুয়ারি আবেদন করা হয়েছিল এবং সে সময় পুলিশের পক্ষ থেকে অনুমতিও দেয়া হয়েছিল। সেই আশ্বাসের ভিত্তিতে অরুন্ধতী রায় ঢাকা আসেন। কিন্তু সোমবার রাতে ডিএমপির পক্ষ থেকে জানানো হয় এ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।’