টাঙ্গাইলে এসএসএস এর উদ্যোগে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০১:৪০ পিএম, বুধবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৯ | ৪২৪

শিশুদের অধিকার বাস্তবায়ন ও তাদেরকে বাণিজ্যিক যৌন শোষণসহ সব ধরনের নির্যাতন থেকে রক্ষা করনার্থে টাঙ্গাইলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস) এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লায়লা আক্তার লিপির সভাপতিত্বে আলোচনায় অংশ নেয় টাঙ্গাইল সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোশারফ হোসেন, এসএসএস এর শিক্ষা ও শিশু উন্নয়ন কর্মসূচির পরিচালক আবদুল লতীফ মিয়া, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. আবু নাছের, টাঙ্গাইল টেলিভিশন ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক মহব্বত হোসেন, এসএসএস পলিটেক ইনস্টিটিউটের অধ্যক্ষ বীরেশ চন্দ্র পাল, এসআই জেসমিন আক্তার, ছোট বাসালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আলীম প্রমুখ।

এসময় সোনার বাংলা চিলড্রেন হোমের শিক্ষার্থীসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসএসএস এর শিক্ষা ও শিশু উন্নয়ন কর্মসূচির প্রকল্প সমন্বয়কারী মো. জোবায়ের। অনুষ্ঠানে শিশুদের অধিকার, বাল্য বিয়ে, মাদকাসক্ত ও ঝড়ে পড়া শিক্ষার্থীদের বিষয়ে করনীয়, ইভটিজিং বিষয়ে আলোচনা করা হয়।