দুদক’র উদ্যোগে ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

খাগড়াছড়ি সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৪৬ পিএম, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭ | ২২৮

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সহযোগিতায় খাগড়াছড়ি জেলা দুনীীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় জেলা সদররের কুমিল্লা টিলা আইডিয়েল স্কুলের ১০০ জন ছাত্রছাত্রীদের মাঝে দুর্নীতি বিরোধী শ্লোগান সম্বলিত খাতা,জ্যামিতি বক্স,স্কেল বিতরণ করা হয়।
আজ দুপুর একটার সময় খাগড়াছড়ির জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের হাতে দুর্নীতি বিরোধী শ্লোগান সম্বলিত শিক্ষা সামগ্রী হস্তান্তর করেন।

প্রধান অতিথি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন নিয়মিত পড়াশোনা না করা, ক্লাস ফাঁকি দেওয়া নিজের স্বস্থ্যের প্রতি নজর না রাখাও এক ধরনের দুর্নীতি।তাই ছাত্রছাত্রীদেরকে পড়াশোনায় মনোযোগ প্রদান করতে আহবান জানান।

এই সময় আরো উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন রাঙ্গামাটি সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: সফিকুর রহমান ভূইয়া,খাগড়াছড়ি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্ত,সহ-সভাপতি দুলাল হোসেন,সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি প্রতিদিনের সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন মজুমদার,সদস্য শামীম আহমেদ খান ,লিটন চৌধুরী এবং স্কুলের প্রধান শিক্ষক সাইফুদ্দিন আবু আনসারী