নাটোরে জলাতংক টিকা প্রদান বিষয়ক অবহিতকরণ সভা

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০২:৫২ পিএম, মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৯ | ৯১৫

দেশকে ২০২২ সালের মধ্যে জলাতংক রোগ মুক্ত করার লক্ষ্যে চলমান কার্যক্রমের অংশ হিসেবে নাটোরের বাগাতিপাড়া উপজেলার প্রায় দেড় হাজার কুকুরকে জলাতংক রোগের প্রতিষেধক টিকা প্রদান বিষয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সভা কক্ষে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

ইউএইচএফপিও ডা. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন পৌর প্যানেল মেয়র ইউসুফ আলী, প্রাণি সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. অভিমুন্য, শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাইজুল ইসলাম, স্বাস্থ্য দপ্তরের সিডিসি’র সুপার ভাইজার সানাউল্লাহ ও আব্দুল্লাহ আল নোমান, সাংবাদিক মঞ্জুরুল আলম মাসুম প্রমুখ।

এতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জন প্রতিনিধি, সাংবাদিক ও সূধীজন উপস্থিত ছিলেন।