ভূঞাপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মামুন সরকার ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০১:৫৩ পিএম, বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী ২০১৯ | ১৯৬

টাঙ্গাইলের ভূঞাপুরে নানা আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে দিবসের প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের পক্ষথেকে ইবরাহীম খাঁ সরকারি কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় উত্তোলন করা হয়।

সকাল ৮ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা । এতে অংশ নেয় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইবরাহীম খাঁ সরকারি কলেজ মুক্তমঞ্চে একুশের চেতনা ও মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল ২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।

বিশেষ অতিথি ছিলেন ইবরাহীম খাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক বেনজীর আহম্মেদ, ভূঞাপুর পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, থানা অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল প্রমুখ।