কাল সু চির সঙ্গে সাক্ষাৎ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৬ পিএম, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭ | ৪৬৪

নোবেল বিজয়ী ও মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চির সঙ্গে বুধবার সকাল ১০টায় সৌজন্য সাক্ষাৎ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মিয়ানমার সফররত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ আজ সন্ধ্যায় এ তথ্য জানান।

তিনি জানান, উভয় দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের (সচিব পর্যায়ের) বৈঠকে ৩০ নভেম্বরের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন ও রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার ব্যাপারে কফি আনানের রিপোর্টের বাস্তবায়ন।

এছাড়া দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এগুলোর মধ্যে রয়েছে সীমান্ত লিয়াজু অফিস স্থাপন ও নিরাপত্তা সহযোগিতা এবং আলোচনা।