সখীপুরে বিদ্যালয়ের তালা ভেঙে চুরি

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০২:৫৮ পিএম, বুধবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৯ | ৫৩৩

টাঙ্গাইলের সখীপুরে হামিদপুুর গণ উচ্চ বিদ্যালয়ে চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মঙ্গলবার রাতে বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে চুরি করে।

প্রধান শিক্ষক মো. হারুনুর রশিদ জানান, রাতে সংঘবদ্ধ একটি চোরের দল স্কুলের অফিস কক্ষের তালা ভেঙে বৈজ্ঞানিক যন্ত্রপাতি, দুুটি সাউন্ড বক্স ও প্রয়োজনীয় কাগজপত্র চুরি করে নিয়ে গেছে।

তিনি আরও জানান বিদ্যালয়ে চুরি যাওয়ার বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে মৌখিক ভাবে জানানো হয়েছে।
সখীপুর থানার উপ-পরির্দশক (এস আই) সিরাজুল ইসলাম বলেন, এ নিয়ে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।