পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন জমা দিলেন অধ্যক্ষ দেলদার রহমান

 আমিরুলইমলাম পঞগড়
প্রকাশিত: ১০:৩৬ এএম, বুধবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৯ | ৬৪৭

পঞ্চগড় জেলা পরিষদ উপ- নির্বাচনে অধ্যক্ষ দেলদার রহমান দিলু চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছে।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে । পঞ্চগড় জেলার সব মহলে রয়েছে তার ব্যাপক জনপ্রিয়তা । এলাকার মানবসেবার নিয়োজিত একজন সাদা মনের মানুষ হিসেবে পরিচিত তিনি। তিনি জেলার দলীয় লোকজন ছাড়াও শিক্ষক, শ্রমিক ও হিন্দু সম্প্রদায়, সাধারণ মানুষসহ সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি।

মানব দরদি এলাকায় অসহায় গরিব-দুঃখী মানুষের সেবায় সর্বদা সচেষ্ট। তিনি বিসিক নগর বি এম কলেজের অধ্যক্ষ এবং বাংলাদেশ বি এম কলেজ অধ্যক্ষ এসোসিয়েশন এর সাধারন সম্পাদক।

জেলা রিটার্নিং অফিসার জানান আগামী ১৩ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র বাছাই, ১৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, চেয়ারম্যান পদে ৭ জন মনোনয়ন পত্র ক্রয় করলে ও ৬ জন মনোনয়ন পত্র দাখিল করেন।২৮ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।