শীতার্তদের পাশে দাঁড়াল বিপ্লবী প্রধান

আমিরুলইসলাম পঞগড় প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৪ এএম, মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী ২০১৯ | ৪৭১
শীতার্তদের পাশে দাঁড়াল কে এ দিলখুশা প্রধান বিপ্লবী। শীতের শেষ প্রান্তে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত তার উপরে উত্তরের হিমেল হাওয়ায় বয়স্ক বৃদ্ধরা যখন যুবুথুবু,শীতবস্ত্রের অভাবে যখন অসহায় দুস্থ্য মানুষ কষ্ট করছে,তখন শীতবস্ত্র নিয়ে পাশে দাঁড়াল জেলা মহিলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পঞ্চগড় পৌরসভা সংরক্ষিত মহিলা কাউন্সিলর কে এ দিলখুশা প্রধান বিপ্লবী।
 
নিজ উদ্দোগে গতকাল সোমবার  (১১ফেব্রুয়ারী) নিজ বাসভবনে  সন্ধ্যায় কয়েকশ অসহায় ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।
 
কে এ দিলখুশা প্রধান বিপ্লবী বলেন  আমি অসহায় ও দরিদ্র মানুষের জন্য রাজনীতি করি। তাদের জন্য কিছু করতে পারলে নিজেই শান্তি অনুভব করি।