উপজেলা নির্বাচন: দ্বিতীয় পর্যায়ে আওয়ামী লীগের মনোনয়ন তালিকা

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৭:৫২ পিএম, রোববার, ১০ ফেব্রুয়ারী ২০১৯ | ২৫১

গোপালগঞ্জের ৭ উপজেলা বাদে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের জন্য চেয়ারম্যান পদে ১২২ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।

রোববার সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় দলীয় মনোনয়ন পাওয়া চেয়ারম্যান প্রার্থীদের নাম।

তৃণমূলের চাওয়া ও জরিপের ভিত্তিতেই এ মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আগের দিন শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়।

চেয়ারম্যান পদে যারা আওয়ামী লীগের মনোনয়ন পেলেন:

রংপুর বিভাগ
ঠাকুরগাঁও সদর: অরুনাংশু দত্ত টিটো
পীরগঞ্জ: মো: আখতারুল ইসলাম
রানীশংকৈল: মো: সইদুল হক
হরিপুর: মো. জিয়াউল হাসান
বালিয়াডাঙ্গী: মো: আহসান হাবীব বুলবুল
পীরগাছা: আব্দুল্লাহ আল মাহমুদ মিলন
তারাগঞ্জ: মো: আনিছুর রহমান
বদরগঞ্জ: ফজলে রাব্বী
কাউনিয়া: আনোয়ারুল ইসলাম
গংগাচড়া: মো: রুহুল আমিন

গাইবান্ধা সদর: শাহ্ সারোয়ার কবীর
সাদুল্লাপুর: মো: সাহারিয়া খাঁন
গোবিন্দগঞ্জ: মো: আব্দুল লতিফ প্রধান
ফুলছড়ি: জিএম সেলিম পারভেজ
সাঘাটা এস এম সামশীল আরেফিন
পলাশবাড়ী: এ কে এম মোকছেদ চৌধুরী

দিনাজপুর সদর: ইমদাদ সরকার
কাহারোল: এ কে এম ফারুক
বিরল: এ কে এম মোস্তাফিজুর রহমান
বোচাগঞ্জ: মো: আফছার আলী
চিরিরবন্দর মো: আহসানুল হক
ফুলবাড়ী: মো: আতাউর রহমান মিল্টন
বিরামপুর: মো. পারভেজ কবীর
হাকিমপুর: মো. হারণ উর রশিদ
বীরগঞ্জ: মো: আমিনুল ইসলাম
নবাবগঞ্জ মো: আতাউর রহমান
পার্বতীপুর: মো: হাফিজুল ইসলাম প্রামাণিক
খনসামা: মো. সফিউল আযম চৌধুরী
ঘোড়াঘাট: মো: আব্দুর রাফে খন্দকার

রাজশাহী বিভাগ
বগুড়া সদর: মো: আবু সুফিয়ান
নন্দীগ্রাম: মো: রেজাউল আশরাফ
সারিয়াকান্দি: অধ্যক্ষ মুহম্মদ মুনজিল আলী সরকার
আদমদীঘি মো: সিরাজুল ইসলাম খান রাজু
দুপচাঁচিয়া: মো: মিজানুর রহমান খান
ধুনট মো: আব্দুল হাই (খোকন)
শাজাহানপুর: মো: সোহরাব হোসেন
শেরপুর: মো: মজিবুর রহমান মজনু
শিবগঞ্জ: মো. আজিজুল হক
কাহালু: মো. আব্দুল মান্নান
গাবতলী: এ এইচ আজম খান
সোনাতলা: মো. মিনহাদুজ্জামান লীটন