কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছে।
শনিবার (২ জানুযারি) মধ্যরাতে উপজেলার সল্লা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম পরিচয় ও কোন ট্রেনে কাটা পড়ে তিনি নিহত হয়েছে তা এখনও জানা যায়নি।
স্থানীয়রা জানান, রাত ১১টার দিকে রেললাইনের পাশে টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কে একটি মাছের গাড়ি নষ্ট হয়েছিলো। হতে পারে সেই গাড়ির লোকজন গাড়ি থেকে নেমে রেললাইনে বসে ছিলেন। তখন ট্রেনে কাটা পড়ে নিহত হয়ে থাকতে পারে!
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন মাস্টার আব্দুল মান্নান জানান, ট্রেনে কাটা পড়া একটি মরদেহ রেললাইনে পড়ে আছে এমন খবর শুনে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার আব্দুল মান্নান।
তিনি জানান, বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
