প্রধানমন্ত্রী প্রার্থী থাই রাজার বোন, ভাইয়ের তীব্র নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:২৫ এএম, শনিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৯ | ২৭২

মার্চের জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী প্রার্থী হয়েছেন থাইল্যান্ডের রাজা ভাজিরালংকর্নের বোন রাজকন্যা উবলরতনা। বিষয়টিকে ‘অনুচিত’ মন্তব্য করে নজিরবিহীন এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন রাজা নিজেই।

রাজপ্রাসাদ থেকে ইস্যু করা এক বিবৃতিতে তিনি বলেছেন, এ ধরনের কর্মকাণ্ড রাষ্ট্রের সংস্কৃতির পরিপন্থি।

রাজা চান নির্বাচন করার সিদ্ধান্ত থেকে সরে এসে তার বোন যেন শুধু রাজপরিবারের একজন সদস্য হিসেবেই থাকেন।

৬৭ বছর বয়সী রাজকন্যা উবলরতনা মাহিডোল সাবেক প্রধানমন্ত্রী থাকসিন শিনাওয়াত্রার দলের সঙ্গে জোটে থাকা একটি দল থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন।

এই পদক্ষেপ থাইল্যান্ডের বহু বছর ধরে চলে আসা ঐতিহ্য ভেঙে দিচ্ছে। এই ঐতিহ্য অনুসারে, থাই রাজপরিবারের কোনো সদস্য সক্রিয় রাজনীতিতে থাকতে পারবেন না।

এমন পরিস্থিতিতে বিশ্লেষকদের ধারণা, উবলরতনার প্রধানমন্ত্রী প্রার্থী হওয়ার ঘটনায় থাই রাজার হস্তক্ষেপের ফলে ২৪ মার্চ ভোট হওয়ার আগেই নির্বাচন থেকে উবলরতনাকে বহিস্কার করে দিতে পারে দেশটির নির্বাচন কমিশনার।

বিশ্বজুড়ে বিভিন্ন দেশের পর্যবেক্ষক দলের পর্যবেক্ষণে রয়েছে থাইল্যান্ডের এই আসন্ন জাতীয় নির্বাচন। কেননা মনে করা হচ্ছে, এটি হচ্ছে ৫ বছরের সামরিক শাসনের পর থাইল্যান্ডের গণতন্ত্রে ফেরত আসার প্রথম সুযোগ।