বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ঠাকুরগাঁও সংবাদদাতা
প্রকাশিত: ০৪:২০ পিএম, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭ | ৭১১

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্ট ২০১৭ এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় ঠাকুরগাঁও জেলা স্কুল বড়মাঠে উক্ত দুই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ. এম. শাহজাহান সিদ্দিকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ফারহাত আহমেদ সহ আরও অনেকে।

বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৭ এর উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে পীরগঞ্জ উপজেলার সিঙ্গারোল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রাণীশংকৈল উপজেলার ভান্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

উদ্বোধনী খেলায় সিঙ্গারোল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভান্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে পরাজিত করে।