মন্দিরের দানবাক্স ভেঙ্গে নগদ অর্থসহ

একই রাতে ১০ প্রতিষ্ঠানে চুরি

সখীপুর সংবাদদাতা
প্রকাশিত: ০৪:০৮ পিএম, সোমবার, ২৩ অক্টোবর ২০১৭ | ২২৮

টাঙ্গাইলের সখীপুরে মন্দিরের দানবাক্সের তালা ভেঙ্গে নগদ অর্থসহ একই রাতে ১০ প্রতিষ্ঠানে দু:সাহসিক চুরির ঘটনা ঘটেছে।

রোববার রাতে উপজেলার মহানন্দপুর অনন্তযাদব হরিমন্দির, কচুয়া বাজারের ৭ ব্যবসা প্রতিষ্ঠান, ট্রাইবাল ওয়েলফেয়ারের অফিস কক্ষ এবং মহানন্দপুর গোবিন্দ বর্মণের দোকানে এ চুরির ঘটনা ঘটে।

জানা যায়, রোববার রাতের কোনো এক সময় উপজেলার মহানন্দপুর অনন্তযাদব হরি মন্দিরের দানবাক্স ভেঙ্গে নগদ অর্থ চুরি করে দুর্বৃত্তরা।

একই রাতে কচুয়া বাজারের ৭ ব্যবসা প্রতিষ্ঠান- ওষুধ ব্যবসায়ী লাল মাহমুদের দোকান , জ্বালানি তেল ও পার্টস্ ব্যবসায়ী সুলতান আহমেদের দোকান, খাদ্য ব্যবসায়ী শাহাদত শাহজাহানের দোকান, মোবাইল ও ফেক্সিলোড ব্যবসায়ী হারিজুল শিকদারের দোকান, ঢেউটিন ব্যবসায়ী আবদুস ছালামের দোকান, সার ও কীটনাশক ব্যবসায়ী হারুন শিকদারের দোকান, নলকূপ,স্যানেটারি পাইপ ব্যবসায়ী আবদুল বারেকের দোকান, মহানন্দপুর এলাকার ট্রাইবাল ওয়েলফেয়ারের অফিস কক্ষের তালা ভেঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র তছনছসহ একই এলাকার আদিবাসী ব্যবসায়ী সঞ্জয় বর্মণ ও গোবিন্দ বর্মণের দোকানে দু:সাহসিক চুরির ঘটনা ঘটেছে।

এ সময় চোরেরা ওইসব প্রতিষ্ঠানের চালের টিন ও বেড়া কেটে নগদ অর্থ ও মালামাল চুরি করে নিয়ে যায়।

কচুয়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো.আবদুল আলীম বলেন, রোববার রাতে সংঘবদ্ধ চোরচক্র বাজারের ৭টি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটায়।

মহানন্দপুর অনন্তযাদব হরিমন্দির কমিটির সভাপতি অজিত চন্দ্র বর্মণ বলেন, রোববার রাতের কোনো এক সময় মন্দিরের দানবাক্সটি ভেঙ্গে নগদ টাকা চুরি করে নিয়ে যায় দুর্বত্তরা।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন,একাধিক স্থানে চুরি হওয়ার বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।