মির্জাপুরে সিয়াম একাডেমীর বার্ষিক শিক্ষা সপ্তাহ

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৩ পিএম, শনিবার, ২৬ জানুয়ারী ২০১৯ | ৩৬০

মির্জাপুরে প্রত্যন্ত অঞ্চল উয়ার্শীতে অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সিয়াম একাডেমীর বার্ষিক শিক্ষা সপ্তাহর তৃতীয় দিনে সাংস্কৃতিক প্রতিযোগহীতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপি প্রতিষ্ঠান চত্বরে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সংসদ সদস্য আলহাজ মো. একাব্বর হোসেন সাংস্কৃতিক প্রতিযোগতিায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংসদ একাব্বর হোসেনের সহধর্মিনী ঝর্ণা হোসেন।

সাংস্কৃতিক প্রতিযোগীতা উপলক্ষে সিয়াম একাডেমী চত্বরে এক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন একাডেমীর প্রতিষ্ঠাতা উয়ার্শী ইউপি চেয়ারম্যন মাহাবুব আলম মল্লিক।

এতে বক্তৃতা করেন সাংসদ একাব্বর হোসেন, ঝর্ণা হোসেন, লতিফপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য আবুল কালাম আজাদ, সিয়াম একাডেমীর দাতা সদস্য হিমন মল্লিক, উয়ার্শী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সিয়াম একাডেমীর প্রধান শিক্ষক আকরাম হোসেন প্রমুখ। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় সঙ্গিত, নৃত্য, কবিতা আবৃত্তি, বিতর্ক প্রতিযোগীতা, উপস্থিত বক্তৃতা অনুষ্ঠিত হয়।

এতে প্রায় শতাধীক প্রতিযোগী অংশ নেয় বলে জানা গেছে। এর আগে বার্ষিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে ৮৩ টি ইভেন্টে অন্তত পাঁচ শতাধিক প্রতিযোগী অংশ নেয় বলে একাডেমীর প্রধান শিক্ষক আকরাম হোসেন জানিয়েছেন।