রসুলপুর পারচর গ্রামবাসীর পক্ষ থেকে ছানোয়ার হোসেন এমপিকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৬ পিএম, শুক্রবার, ২৫ জানুয়ারী ২০১৯ | ১০৩১

টাঙ্গাইল সদর-৫ আসনের নবনির্বাচিত দ্বিতীয়বারের মত সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন এমপিকে সংবর্ধনা দিয়েছে টাঙ্গাইল সদর উপজেলার ঘালা ইউনিয়নের রসুলপুর পারচর গ্রামবাসী ।

শুক্রবার রাতে রসুলপুর পারচর গ্রামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন ।


এ সময় আরোও উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা ইউনিয়ন পরিষদের ভাইচ চেয়ারম্যান প্রার্থী ও শহর আওয়ামীলীগের যুগ্ম- সাধারন সম্পাদক নাজমুল হুদা নবীন,টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম খান, টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সহ-সভাপতি আকরাম হোসেন কিসলু, ঘালা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাধারন সম্পাদক সহ সকল নেতাকর্মীরা।