মিয়ানমার বর্ডার গার্ডের সঙ্গে বিজিবি’র সীমান্ত বৈঠক

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৪:৩২ পিএম, সোমবার, ২১ জানুয়ারী ২০১৯ | ১৯১

মিয়ানমারের মংডু শহরে বডার্র গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমার বডার্র গার্ড পুলিশের (বিজিপি) রিজিয়ন কমান্ডার পর্যায়ে সীমান্ত বৈঠক ও আলোচনা সভা হয়েছে। 

সোমবার সকালে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মংডু শহরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে বিজিবি কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আইনুল মোর্শেদ খান পাঠানের নেতৃত্বে ১০ জন কর্মকর্তা মংডুতে রয়েছেন।

এ আলোচনা সভায় দু দেশের সীমান্ত সুরক্ষা, মাদক প্রতিরোধ, যৌথ টহল জোরদার, সীমান্তের মাইন অপসারন ও চোরাচালান প্রতিরোধ বিষয়ে পারস্পরিক মতবিনিময় হবে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রতিনিধি টিমের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আইনুল মোর্শেদ খান পাঠান।

বিজিবি প্রতিনিধি টিমের অন্যান্য সদস্যরা হচ্ছেন- বিজিবি কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল এসএম আয়েজিদ খান, বিজিবি বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল জহিরুল হক খাঁন, নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ব্যাটলিয়ন কমান্ডার লে. কর্নেল মো: আসাদুজ্জামান, রামু ৩০ বিজিবি ব্যাটলিয়ন কমান্ডার লে. কর্নেল মো: জাহিদুর রহমান, আলীকদম ৫৭ বিজিবি ব্যাটলিয়ন কমান্ডার খন্দকার মিজানুর রহমান, কক্সবাজার রিজিয়ন পরিচালক (অপারেশন) লে. কর্নেল মোহাম্মদ খালিদ আহমেদ, মেজর মো: তারেক মাহমুদ সরকার, মেজর মোহাম্মদ বিন সাহিরুল ইবনে রিয়াজ, মেজর জিএম সিরাজুল ইসলাম।

সোমবার সকাল ১০টার দিকে টেকনাফ সীমান্তের নাফ নদীতে অবস্থিত বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট জেটি দিয়ে বাংলাদেশ প্রতিনিধি টিম মিয়ানমারের উদ্দ্যেশে রওনা দেন।