পঞ্চগড়ে আসক ফাউন্ডেশনের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আমিরুল ইসলাম
প্রকাশিত: ০৫:১২ পিএম, সোমবার, ২১ জানুয়ারী ২০১৯ | ৫৫১

পঞ্চগড়ে আজ সোমবার বেলা ১১ঘটিকার সময় পঞ্চগড় তেতুলিয়া মহাসড়কের শেরই বাংলা পার্ক সংলগ্ন রাস্তায় আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন এর উদ্যোগে ঘন্টাব্যাপি মানব বন্ধন অনুষ্টিত হয়েছে।

মানব বন্ধনে বক্তব্য রাখেন আব্দুল মজিদ বাবুল জাসদ সভাপতি,বীর মুক্তিযোদ্ধা জীবধন বর্মণ, আমিনুল ইসলাম মটর পরিবহন শ্রমিক নেতা, লূৎফুন নাহার মহিলা ভাইস চেয়ারম্যান, বাবু জীবধন বর্মন সহ আরও বেশ কিছু শ্রেনীর নেতৃবৃন্দ।

সড়ক দূর্ঘটনা প্রতিরোধ এ বাইপাস সড়ক নির্মান, রোড ডিভাইডার,ফুট ওভার ব্রীজ নির্মান সহ ১০টি দাবি সম্বলিত প্রধানমন্ত্রী সমিপে জেলা প্রশাসক কার্যালয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

আসক ফাউন্ডেশন এর সদস্য রা ছাড়াও কয়েকটি স্কুল এর ছাএীরা অংশ নেয়। মানববন্ধন পরিচালা করেন আসক এর সাধারন সম্পাদক রসুল বকস মানিক। এরপর মানব বন্ধন কর্মসূচি সমাপ্তি ঘোষনা করেন (আসক)এর সভাপতি আব্দুস সাত্তার।