কৃষকদের মাঝে বীজ সংরক্ষনের জন্য ড্রাম বিতরণ


প্রকাশিত: ০১:৪৪ পিএম, রোববার, ২০ জানুয়ারী ২০১৯ | ৭৩৪

টাঙ্গাইলের ভূঞাপুরে বীজ সংরক্ষনের জন্য কৃষকদের মাঝে বিনামূল্যে ড্রাম বিতরণ করা হয়েছে। 

রোববার সকালে উপজেলা কৃষি অফিসে ১০জন কৃষকের মাঝে এই ড্রাগগুলো বিতরণ করা হয়। 
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রামের ফেজ-টু প্রকল্পের আওতায় সরিষা কমিউনিটি বীজ উৎপাদন প্রদর্শনীর জন্য কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরন হিসেবে বীজ সংরক্ষনের জন্য ড্রাম বিতরণ করা হয়। এতে কৃষকরা দীর্ঘ সময় গুনগত মান বজায় রেখে বীজ সংরক্ষন করতে পারবে। 

উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউর রহমান জানান, কৃষকরা যাতে ড্রামে বীজ সংরক্ষন করে রেখে পরবর্তিতে নিজের চাহিদা পূরণ করে বাকিগুলো বীজগুলো অন্যের কাছে বিক্রি করতে পারে এই লক্ষ্যে তাদের মাঝে সরকারিভাবে ড্রামগুলো বিতরণ করা হয়েছে। এরআগে কৃষকদের মাঝে বীজ, সার, কীটনাশক ও বীজ সংরক্ষনের পাত্র বিতরণ করা হয়।