টাঙ্গাইলে নিরাপদ অভিবাসন বিষয়ে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৪:৫১ পিএম, শনিবার, ১২ জানুয়ারী ২০১৯ | ১৮৬

“অভিবাসীর ঘামের টাকা সচল রাখে দেশের চাকা” এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলে রেফিউজি এন্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট রামরু অভিবাসন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে বিশ্বাস বেতকা পসশিক পর্ষদ হল রুমে রামরুর উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোশারফ হোসেন খান,
এতে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, ৫নং ছিলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাদেক আলী, রামরু প্রোগ্রাম ডিরেক্টর মেরিনা সুলতানা, ফিল্ড কো-অর্ডিনেটর নাজমা আক্তার প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন রামরুর প্রোগ্রাম অফিসার আইয়ুব আলী, প্রোগ্রাম অফিসার রোকন মল্লিক, ফিল্ড ফ্যাসিলেটর কামরুল ইসলাম ও প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

অনুষ্ঠানে বিদেশ যাওয়ার নিয়ম, ঝুকিপূর্ণ প্রবাসী জীবন, ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহযোগিতার কৌশল, মৃত প্রবাশীর লাশ দেশে ফিরে আনার কৌশল সম্পর্কে আলোচনা করা হয়।

উল্লেখ্য- রামরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা প্রতিষ্ঠান যা অভিবাসীদের অধিকার সুরক্ষায় ১৯৯৫ সাল থেকে কাজ করে যাচ্ছে।

গবেষণা এবং তৃণমূল পর্যায়ে সক্রিয় অংশগ্রহনের মাধ্যমে অভিবাসন ব্যবস্থায় সুশাসন প্রতিষ্ঠা করাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য।