মেয়েকে বাঁচাতে গিয়ে বাবার মৃত্যু

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৯:৩০ এএম, বুধবার, ৯ জানুয়ারী ২০১৯ | ৫১০

গাইবান্ধায় মেয়েকে নিয়ে বাড়ি ফেরার পথে চলন্ত গাড়ি থেকে পড়ে বাবার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৮ জানুয়ারি) সুন্দরগঞ্জ-গাইবান্ধা সড়কের সুবর্ণদহ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মেয়ে ফারজানা বেগম পরিবারের অমতে বিয়ে করায় তাকে আনতে মঙ্গলবার বগুড়ায় যান তার বাবা ফয়জার রহমান। পথে গাড়ি থেকে হঠাৎ পড়ে যায় ফারজানা। এসময় তার বাবা মেয়েকে বাঁচাতে চলন্ত গাড়ি থেকে লাফ দিলে গুরুতর আহত হন।

স্থানীয়রা উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে দুর্ঘটনার পরই নিখোঁজ রয়েছেন ফারজানা। এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। ফারজানা বেগম বগুড়া নার্সিং কলেজের শেষ বর্ষের ছাত্রী।