ঝিনাইদহে হতদরিদ্রদের বিতরনে কসাসের শীতবস্ত্র সংগ্রহ’র উদ্বোধন

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহ
প্রকাশিত: ০৯:০৫ এএম, বুধবার, ৯ জানুয়ারী ২০১৯ | ১৯৬

ঝিনাইদহের হতদরিদ্র, ছিন্নমূল মানুষ ও পথশিশুদের মাঝে বিতরণের জন্য শীতবস্ত্র সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করেছে কথন সাংস্কৃতিক সংসদ (কসাস)।

মঙ্গলবার সকালে ঝিনাইদহ সরকারি কেসি কলেজ ক্যাম্পাসে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে কসাস’র সভাপতি উম্মে সায়মা জয়ার সভাপতিত্বে প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন সরকারি কেসি কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. বিএম রেজাউল করিম।

এসময় উপস্থিত ছিলেন কলেজ’র উপাধ্যক্ষ অশোক কুমার মৌলিক, শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, কসাস’র উপদেষ্ঠা মিজানুর রহমান, নিরাপদ সড়ক চাই এর সভাপতি এ্যাড. মনোয়ারুল হক লাল।

এছাড়াও সংগঠনের সহ-সভাপতি শফিক রেহমান জুয়েল, শুভাকাঙ্খী সদস্য কবি ইমদাদ শুভ্র ও আবুল কালাম আজাদ লিটন। অনুষ্ঠান পরিচালনা করেন কসাস’র সধারন সম্পাদক প্রতাপ আদিত্য।

শীতবস্ত্র সংগ্রহ অভিযান মঙ্গলবার ও বুধবার দুই দিন চলবে। সংগ্রহকালে সমাজের বিত্তবানদের মানুষের কাছ থেকে শীতবস্ত্র ও শীতবস্ত্র কেনার জন্য নগদ টাকা সংগ্রহ করা হবে।