আকরাম হোসেন কিসলু টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের ভাইচ-চেয়ারম্যান পদপ্রার্থী
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইল সদর উপজেলার সর্বোস্তরের জনসাধারনের অত্যন্ত প্রিয় মানুষ টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সহ-সভাপতি আকরাম হোসেন কিসলুকে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের ভাইচ-চেয়ারম্যান হিসাবে দেখতে চায় বলে জানিয়েছেন সদর উপজেলার জনগন ও তার অনুসারীরা ।
গালা ইউনিয়নে মোঃ সাদিকুর রহমান দুলাল বলেন আকরাম হোসেন কিসলু ভাই একজন সৎ ও ভালো মানুষ তিনি সহজেই সাধারন জনগনের সাথে মিশে যায়। যে সমস্ত নেতা মাটি ও মানুষের নেতা তারাই জনসাধারনের কাজে আসে এবং এলাকায় উন্নয়ন করে। আকরাম হোসেন কিসলু মাটি ও মানুষের নেতা। কাজেই আমরা গালা ইউনিয়ন বাসী আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন সদর উপজেলা পরিষদের ভাইচ-চেয়ারম্যান হিসাবে আকরাম হোসেন কিসলু কেই চাই।
গালা বাজারে চায়ের দোকানদার নরুল ইসলাম,মিনহাজ,নজরুল বলেন আকরাম হোসেন কিসলু ভাই এ গালা বাজারে আসলেই তিনি আমার দোকানে আসে অনেক সুন্দর করে কথা বলে এবং বিভিন্ন বিপদে তার কাছে গেলে আমি সাহয্য পাই। তিনি একজন ভালো মানুষ। আমরা তাকে ভাইচ-চেয়ারম্যান হিসাবে পেলে অনেক লাভবান হব।
খোঁজ নিয়ে জানা গেছে ২০১৪ সালের ১৯ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ নির্বাচনেও তিনি প্রার্থী ছিলেন বলে তার টাঙ্গাইল সদর উপজেলায় রয়েছে বেশ জনপ্রিয়তা । সে জনপ্রিয়তা এবারের উপজেলা পরিষদ নির্বাচনে তাকে বিজয়ী করবে বলে জানিয়েছে তার অনুসারীরা।
চলতি বছরের মার্চ মাসে উপজেলা পরিষদের নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন ২ জানুয়ারি নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। তারপর থেকেই শুরু হয়েছে গেছে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আলোচনা।
২০১৪ সালের ১৯ ফেব্রুয়ারি সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচন হয় । দেশে ১৯৮৫ বাংলাদেশে প্রথমবারের মতো উপজেলা পরিষদ নির্বাচন হয়। ওই বছর ৪৬০টি উপজেলায় এই নির্বাচন হয়। ১৯৯০ সালে দ্বিতীয়বারের মতো উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০০৯ সালে তৃতীয়বারের মতো উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই বছর ৪৭৫টি উপজেলায় এই নির্বাচন হয়।
