প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই উপমন্ত্রী

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৬:১১ পিএম, রোববার, ৬ জানুয়ারী ২০১৯ | ৫৩২

প্রথমবার সংসদ সদস্য হিসেবে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মহিবুল হাসান চৌধুরী নওফেল।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রয়াত মেয়র মহিউদ্দীন চৌধুরীর ছেলে নওফেল। বর্তমানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

রোববার (৬ জানুয়ারি) বিকালে আনুষ্ঠানিকভাবে নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করা করেছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

তিনি বলেন, আগামীকাল সোমবার বিকাল সাড়ে ৩ টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ শপথ বাক্য পাঠ করাবেন।