চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৪০

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০১:৪১ পিএম, শনিবার, ২৯ ডিসেম্বর ২০১৮ | ৬৮২

চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেডে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহতের খবর পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন অন্তত ৪০ জন। 

শনিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকে পোশাক শ্রমিকবাহী আরেকটি বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, মো. ইরফান, আব্দুল লতিফ ও রাজিয়া সুলতানা। এদের মধ্যে ইরফান লোহাগাড়া থানার মো. শামসুল ইসলামের ছেলে।

এদিকে এ ঘটনার পর বিক্ষুব্ধ শ্রমিকরা তিনটি বাসে আগুন দিয়ে বিক্ষোভ করেছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন তালুকদার জানান, সকাল ৮টার দিকে কর্ণফুলী ইপিজেডের ভেতরে শ্রমিকদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি দাঁড়িয়ে থাকা বাসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে লতিফের মৃত্যু হয়। 

তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেয়ার পর সেখানে আরও দুজনের মৃত্যু হয়। বাকিরা সেখানেই চিকিৎসাধীন।