কালিহাতীতে পাঁচ জয়িতাকে সম্বর্ধনা

শুভ্র মজুমদার
প্রকাশিত: ০৩:৫৬ পিএম, রোববার, ৯ ডিসেম্বর ২০১৮ | ১৯৬

আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০১৮ উদ্যাপন উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় টাঙ্গাইলের কালিহাতীতে পাঁচ জয়িতাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে।

সম্বর্ধনা প্রাপ্ত পাঁচ জয়িতারা হলো- অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী-হালিমা সিদ্দিকা, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী-জাহানারা সিদ্দিকা, সফল নারী জননী-খোদেজা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী-মালেকা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী-রিনা বেগম।

রবিবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা কনফারেন্স হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা পরিষদের সহযোগীতায় সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নাফিসা আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দেওয়ান খাইরুন নাহার, উপজেলা মৎস কর্মকর্তা আব্দুল হালিম, উপজেলা নাগরিক উদ্যোগের এরিয়া অফিসার ফজিলা আক্তার লিলি প্রমুখ।
সম্বর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা পরিষদের সিএটু আবুল কালাম আজাদ।