ঘরে-বাইরে নারীর অধিকার প্রতিষ্ঠা করতে হবে: প্রধানমন্ত্রী

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০১:১১ পিএম, রোববার, ৯ ডিসেম্বর ২০১৮ | ৪৭৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরিমিতিবোধ বজায় রেখে ঘরে-বাইরে নিজের অধিকার প্রতিষ্ঠা করে আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন ঘটাতে হবে।
 
রোববার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোকেয়া পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


এ বছর রোকেয়া পদক পেয়েছেন রাজশাহীর জিনাতুন নেসা তালুকদার, চট্টগ্রামের রমা চৌধুরী (মরণোত্তর), ব্রাহ্মণবাড়িয়ার অধ্যাপক জোহরা আনিস, কুমিল্লার রোকেয়া বেগম (মরণোত্তর) এবং নেত্রকোনার শিলা রায়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য আইনপ্রণয়নসহ নানা সুযোগ-সুবিধা সৃষ্টি করেছে। মেয়েদের কাজের পরিধি বাড়াতে উপজেলা স্তরে কর্মজীবী মহিলা হোস্টেল নির্মাণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এসময় সন্তানকে জঙ্গি-সন্ত্রাস-মাদক থেকে দূরে রাখতে মায়েদের সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

রোববার (৯ ডিসেম্বর) বেগম রোকেয়া দিবস। দিনটি বাংলার নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার ১৩৮ তম জন্ম এবং ৮৬তম মৃত্যুবার্ষিকী।