ঝিনাইদহে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
 
												 
																			ঝিনাইদহ সদর উপজেলার লেবুতলা গ্রাম থেকে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত বাহার মোল্লা নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সকালে সদর থানার ওসি (অপারেশন) মহসীন হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বাহার মোল্লা লেবুতলা গ্রামের মৃত বদর উদ্দিন মোল্লার ছেলে।
ওসি (অপারেশন) মহসীন হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কুমড়াবাড়ীয়া এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী বাহার মোল্লা নিজ বাড়িতে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মাদক বিক্রির অভিযোগে ২০১৫ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়। অভিযোগ প্রমানিত হওয়ায় দুই বছর সাজা হয়। সে দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিল।
 
                         
 
             
            