নরসিংদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৪:২৪ পিএম, শুক্রবার, ৭ ডিসেম্বর ২০১৮ | ১৮৯

নরসিংদীতে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন। আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহসড়কের জেলার শিবপুর উপজেলার সৈয়দনগর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিন জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, নরসিংদীর নাগরিয়াকান্দি গ্রামের বাসচালক আনোয়ার (৪৫), শিবপুরের বাসযাত্রী আলাউদ্দিন (৬০) ও রেহেনা বেগম (৪৫)।

পুলিশ জানায়, বেলা ১১টায় ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও মনোহরদী থেকে নরসিংদীগামী নিরাপদ পরিবহনের লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসই দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ২ জন নিহত হন। আহত হন অন্তত ২২ জন।

আহতদের নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আরও ২ জনকে মৃত ঘোষণা করে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৮ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনা কবলিত বাস দুটি আটক করেছে পুলিশ। তবে অভিযুক্ত রয়েল পরিবহনের চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।