শিকড় এর উদ্যোগে ‘সহযোগিতার দেওয়াল’ প্রতিষ্ঠা

আবু কাওছার আহমেদ
প্রকাশিত: ০১:৪২ পিএম, বুধবার, ৫ ডিসেম্বর ২০১৮ | ৫১৪

সম্পর্ক হোক সহযোগীতার’ এ শ্লোগানকে সামনে রেখে সমাজ সেবা মুলক সংগঠন "শিকড়" এর উদ্যোগে সহযোগিতার দেওয়াল প্রতিষ্ঠা করেছে।

সোমাবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে পূর্ব পাশের দেওয়ালে এটি স্থাপন করা হয়। দেওয়ালে লেখা আপনার অপ্রয়োজনীয় পোষাক এখানে রেখে যান, আপনার প্রয়োজনী পোষাক এখান থেকে নিয়ে যান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক কবি মাহমুদ কামাল, শিক্ষক সাজ্জাদুর রহমান খোশনবিশ, সমাজসেবা মুলক সংগঠন ‘শিকড়’ এর প্রধান উপদেষ্টা মো: মাজহারুল ইসলাম শুভ (আহমেদ শুভ)সহ শিকড় পরিবারের সকল সদস্যবৃন্দ।