টাঙ্গাইলে ভ্রাম্যমাণ আদালতের অবৈধ দোকান উচ্ছেদ

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৩:৪৭ পিএম, মঙ্গলবার, ৪ ডিসেম্বর ২০১৮ | ২১৭

টাঙ্গাইলে সবচেয়ে বড় সব্জির পাইকারী বাজার পার্ক বাজারে প্রায় অর্ধশত অবৈধ দোকান ভেঙ্গে দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকারের নেতৃত্বে ও প্রশাসনের সহযোগিতায় টাঙ্গাইল পার্ক বাজারে এসব অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার বলেন, সরকারের নির্দেশ ক্রমে টাঙ্গাইলের পার্ক বাজারে যে সকল অবৈধ দোকান রয়েছে তাদেরকে আমরা ৪-৫ বার লিগ্যাল নোটিশ দিয়েছি। বারবার লিগ্যাল নেটিশ দেয়ার পরেও তারা তাদের অবৈধ দোকান গুলো সরিয়ে নিয়ে যায়নি। যে কারনে মঙ্গলবার দিন ব্যাপি এ অভিযান পরিচালনা করা হয়। তিনি আরো জানান, পার্কবাজার ছাড়াও টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের টিম উচ্ছেদ অভিযান পরিচালনা করে ।

জানা গেছে, দীর্ঘ দিন ধরে এই সব দোকানীরা অবৈধ ভাবে দোকান করে আসছিল। বার বার লিগ্যাল নোটিশ দেওয়া সত্বেও এক শ্রেনীর প্রভাবশালী লোকের কারনে তাদের উচ্ছেদ করা যাচ্ছিল না। ফলে সরকার লক্ষ লক্ষ টাকা রাজস্ব আদায় থেকে বঞ্চিত ছিল। স্থানীয় জনগন সরকারের এই উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছে।

পার্ক বাজারে বাজার করতে আসা ফজল মিঞা উচ্ছেদ প্রসঙ্গে তার প্রতিক্রিয়ায় জানান, দীর্ঘ দিন ধরে এই সব দোকান যাতায়াতের রাস্তা দখল করে বসেছিল। ফলে বাজারে যাতায়াত করায় অসুবিধা হচ্ছিল। বিশেষ করে বৃষ্টির দিনে। দোকানগুলো উচ্ছেদ করায় এবার চলাচলে এবং পণ্য পরিবহনে সুবিধা হবে।