ছিনতাই হওয়া মটর সাইকেল উদ্ধার, আটক ১

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা
প্রকাশিত: ০২:২৬ পিএম, শনিবার, ১ ডিসেম্বর ২০১৮ | ৫৩৪

নাটোরের বাগাতিপাড়ায় ছিনতাই হওয়া মটর সাইকেল উদ্ধার এবং অভিযুক্ত মিরাজুল ইসলামকে (২৭) আটক করেছেন বাগাতিপাড়া মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ নভেম্বর বিকেলে দয়ারামপুর ফায়ার সার্ভিস এলাকা থেকে কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজের ছাত্র মীম হাসানের কাছ থেকে মিরাজুল টিভিএস আরটিআর মটর সাইকেলটি জোরপূর্বক ছিনিয়ে নেয়।

মিরাজুল মিশ্রীপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে। পরে ওই ছাত্র বাগাতিপাড়া মডেল থানায় অভিযোগ দেয়। বাগাতিপাড়া মডেল থানার এসআই রেজাউলসহ সঙ্গীয় ফোস অভিযান চালিয়ে শুক্রবার বিকেলে দয়ারামপুর এলাকা থেকে খোয়া যাওয়া মটর সাইকেলসহ মিরাজুলকে আটক হয়। পরে আটক মিরাজুলকে কোর্টে সোপর্দ করা হয়।