নাগরপুরে জাতীয় সমবায় দিবস পালিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:১৩ পিএম, রোববার, ২৫ নভেম্বর ২০১৮ | ৪৯৭

‘সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি” এই স্লোগান কে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে ৪৭ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

রোববার সকালে উপজেলা প্রশাসন ও সমবায়ীবৃন্দের যৌথ উদ্যোগে উপজেলা ক্যাম্পাস থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আবু জাফর সিদ্দিকী, প্রাথমিক শিক্ষা অফিসার সেলিমা আক্তার, সাবেক মুক্তিয়োদ্ধা কমান্ডার মো. সুজায়েত হোসেন, সমবায়ী বাবর আল মামুন,আব্দুর রাজ্জাক প্রমূখ।