ঝিনাইগাতীতে দি প্যাসিফিক গেইমস-২০১৮ অনুষ্ঠিত

ঝিনাইগাতী(শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৪৮ পিএম, শুক্রবার, ২৩ নভেম্বর ২০১৮ | ৪৪৬

“খেলায় ১২বল, মাদক ছেড়ে খেলায় চল” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে শুক্রবার পড়ন্ত বিকেলে দি প্যাসিফিক ক্লাবের উদ্দ্যোগে ও উপজেলা পরিষদের সহযোগীতায় দি প্যাসিফিক গেইমস-২০১৮এর শুভ উদ্বোধন ক্লাব চত্তরে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রুবেল মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, ওসি বিপ্লব কুমার বিশ্বাস, অত্র সংগঠনের উপদেষ্টা আলহাজ আবুল হাসেম প্রমূখ। অত্র সংগঠনের সভাপতি আবু রায়হান জুয়েল ২০০২ সালে প্রতিষ্ঠিত অরাজনৈতিক এ সংগঠনের বিভিন্ন সেবামূলক কার্যক্রম উল্লেখ করে বক্তব্য রাখেন।