বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকারের দ্বিতীয় দিন

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১১:২৯ এএম, সোমবার, ১৯ নভেম্বর ২০১৮ | ১৭৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণের দ্বিতীয় দিন আজ সোমবার। 

প্রথম দিন রাজশাহী ও রংপুর বিভাগের ৭২ টি আসনের ৫৩৬ জন মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার নেয়া হয়। লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে সাক্ষাৎকার বোর্ডে অংশ নেন তারেক রহমান।

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে উৎসব মুখর পরিবেশে প্রথম দিনের সাক্ষাৎকার গ্রহণ হয়। অংশ নেন রাজশাহী ও রংপুর বিভাগের ৫৩৬ জন মনোনয়নপ্রত্যাশী।

লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে সাক্ষাৎকার বোর্ডে অংশ নেন দুই মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।

পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না করে নির্বাচনের দিকে এগোচ্ছে ইসি। বিএনপি তাদের নিজেদের মতো মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছে, এ নিয়ে কারো কথা বলার সুযোগ নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

সোমবার ৯টার পরিবর্তে সকাল ১০টা থেকে খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়ার কথা রয়েছে।