সাপাহারে আন্তর্জাাতিক ডায়াবেটিকস দিবস উপলক্ষে র‌্যালী

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৪৬ পিএম, বুধবার, ১৪ নভেম্বর ২০১৮ | ৪৮০

নওগাঁর সাপাহারে আন্তর্জাতিক ডায়াবেটিকস দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী,আলোচনা সভা ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০ টায় সাপাহার রেখা চৌধুরী মেমোরিয়াল ডায়াবেটিকস সেন্টারের উদ্যোগে সদরের নিউ মার্কেট এলাকা হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

র‌্যালী শেষে জিরোপয়েন্টে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেখা চৌধুরী মেমোরিয়াল ডায়াবেটিকস সেন্টারের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি নূরুল হক, সাধারণ সম্পাদক আলহাজ্ব মতিউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান হোসেন,সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী,ডাঃ অর্জুন কুমার সাহা,রেখা চৌধুরী মেমোরিয়াল ডায়াবেটিকস সমিতির কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব মজিবর রহমান,জামান প্রমুখ।

আলোচনা সভা শেষে আন্তর্জাতিক ডায়াবেটিকস দিবস উপলক্ষে দিন ব্যাপী হাফ ফি নিয়ে রক্ত পরিক্ষা,ডায়াবেটিকস পরিক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।

/গোলাপ খন্দকার

এ সময় সেখানে রেখা চৌধুরী মেমোরিয়াল ডায়াবেটিকস সেন্টারের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।