বর্তমান সরকারের অধীনে আইনের অনুমোদনে সাংবিধানিক বাধা নেই'

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৭:৩৯ এএম, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮ | ২১৫

বর্তমান সরকারের অধীনে আইনের অনুমোদন দিতে সাংবিধানিক কোনো বাধা নেই বলে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে এ কথা জানান তিনি।

নির্বাচনকালীন সরকারের মন্ত্রিসভার এটিই প্রথম বৈঠক জানিয়ে তিনি আরো বলেন, গেজেট প্রকাশ হওয়ার পরই ৪ টেকনোক্রেট মন্ত্রীর পদত্যাগ কার্যকর হবে। বৈঠকে বাংলাদেশ ট্যারিফ কমিশন আইন ২০১৮ এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়।

এছাড়াও বাংলাদেশ ও ভারতের মধ্যে অভ্যন্তরীণ নৌ প্রটোকলের খসড়ার ভূতাপেক্ষ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এ প্রটোকলের আওতায় আশুগঞ্জ থেকে জকিগঞ্জ এবং সিরাজগঞ্জ থেকে ভারতের দইখাওয়া পর্যন্ত ৪৭০ কিলোমিটার নদীপথ খনন করা হবে।