ভূঞাপুরে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান রহিজ উদ্দিনের সংর্বধনা
 
												 
																			টাঙ্গাইলের ভূঞাপুরের অলোয়া ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান রহিজ উদ্দিন আকন্দের সংর্বধনা অনুষ্ঠান ১১ নভেম্বর রোববার সকাল ১০ ঘটিকায় অলোয়া ইউনিয়ন পরিষদে আনন্দপূর্ন পরিবেশে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বি আর ডি পির চেয়ারম্যান হাসানুল ইষলাম। এছাড়া এসময় ইউপি সদস্য এবং স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অলোয়া ইউপি পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ নূরুল ইসলামের অকাল মৃত্যুতে পদটি শূন্য হওয়ায় গত ৩ অক্টোবর উপ- নির্বাচন অনুষ্ঠিত হয়। উপ- নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মর্তুজ আলী নৌকা) , আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রহিজ উদ্দিন আকন্দ (মোটর সাইকেল) এবং বিএনপি মনোনীত প্রার্থী নূরুল আমিন নান্নু (ধানের শীষ) প্রর্তীকে নির্বাচন করেন।
নির্বাচনে রহিজ উদ্দিন আকন্দ ১ হাজার ২৫ ভোটে জয়লাভ করেন।
 
                         
 
            