নাগরপুরে তিন পরিবেশক মালিক কে সংবর্ধনা

নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৩৭ পিএম, শুক্রবার, ৯ নভেম্বর ২০১৮ | ৪৯৯

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পরিবেশক সমিতির তিন মালিক (ডিলার) কে সংবর্ধনা দেয়া হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা পরিবেশক সমিতির কার্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়। পরিবেশক সমিতির সহ-সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে ও সহ সম্পাদক আবুল কালাম আজাদের পরিচলনায় , এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আমিনুর রহমান ঠান্ডু, আব্দুল আলিম, মো. শহিদুল ইসলাম, বাবু শংকর কুমার সাহা শফিকুল ইসলাম সহ পরিবেশক মালিক সমিতির সদস্য বৃন্দ।

এ সময় তাদেরকে ফুল দিয়ে বরন করে নেন উপজেলা পরিবেশক মালিক সমিতির নেত্ববৃন্দ । এরা হচ্ছে উপজেলা পরিবেশক সমিতির সভাপতি মো খোকন খানকে জেলা পরিবেশক সমিতির সহ-সভাপতি,সাধারন সম্পাদক মো. মানিক মিয়াকে সাংগঠনিক সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমানকে সদস্য করে জেলা পরিবেশক মালিক সমিতি ।

উল্লেখ্য গত ০৩-১১-২০১৮ইং জেলা পরিবেশক মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা পরিবেশক সমিতির সভাপতি মো খোকন খানকে জেলা পরিবেশক সমিতির সহ-সভাপতি,সাধারন সম্পাদক মো. মানিক মিয়াকে সাংগঠনিক সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমানকে সদস্য নির্বাচিত করে।