ঐক্যফন্টে কাদের সিদ্দীকী নতুন মাত্রা যোগ করতে পারবেনা......... ড.আব্দুর রাজ্জাক
 
												ঐক্যফন্টে বঙ্গবীর কাদের সিদ্দীকী নতুন মাত্রা যোগ করতে পারবেনা বলে টাঙ্গাইলের মধুপুর কলেজ মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক এমপি তিনি সাংবাদিকর প্রশ্নের জবাবে একথা বলেন।
টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মধুপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ৫ নভেম্বর (সোমবার) বিকেলে মধুপুর নাগরিক কমিটির আয়োজনে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপি এসময় তিনি আরো বলেন যারা ঐক্যফন্টে যোগদিয়েছে তারা পথহারা পাখি এটা আমাদের কাছে কোন বিষয় না বলেও জানান।
মধুপুর সরকারী কলেজ মাঠে এ অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মধুপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মধুপুর নাগরিক সংবর্ধনা বাস্তবায়ন কমিটির আহবায়ক খন্দকার শফি উদ্দিন মনি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য অর্থ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক খাদ্য মন্ত্রী ধনবাড়ী-মধুপুর আসনের সংসদ ড. মো.আব্দুর রাজ্জাক এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক এড. জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের),মধুপুর পৌর মেয়র মাসুদ পারভেজ সহ অন্যান্য নেতৃবন্দ ।
উক্ত অনুষ্ঠানে মধুপুর উপজেলার প্রত্যেক ইউনিয়ন থেকে আওয়ামীলীগ সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল নিয়ে অনুষ্ঠানে যোগ দেন।
সন্ধ্যায় রেডিও টেলিভিশন চ্যানেলের ক্লোজ-আপ ওয়ানের সেরা তারাকা শিল্পীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 
                         
 
             
            