মহেন্দ্র ট্রাক্টর ও অটো চার্জার মুখোমুখী সংঘর্ষে আহত ৫

হাসেম আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৮ এএম, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮ | ৬৫৭

জেলা সদরের গড়েয়া চোখহলদি নামক স্থানে মহেন্দ্র ট্রাক্টর ও অটো চার্জার এর মুখোমুখী সংঘর্ষে  পাঁচজন গুরুতর আহত হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায় বুধবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১১ টায় গড়েয়া চোখহলদি নামক স্থানে মহেন্দ্র ট্রাকটর ও অটো চার্জার এর মুখোমুখী সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে ।এতে অটোর পাঁচজন যাত্রী গুরুত্বর আহত হন।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে দ্রুত ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। গুরুতর একজনকে রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার এস,আই আজম বলেন, ঘটনার পর পরই অটো চার্জার-টি পালিয়ে গেলেও মাহিন্দ্র ট্রাক্টরটি একটি পুকুরে পরে আছে।