এনজিও দেশের উন্নয়নের অংশিদার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮ | ৬৪৬

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি বলেছেন এনজিও গুলো দেশের উন্নয়নের অংশিদার।

গত দশ বছরের দেশে মানুষের যে আর্থ সামাজিক উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের ধারা অব্যহত রাখতে জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে হবে।

সোমবার সকালে টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা এনজিও সমন্বয় পরিষদের উদ্যোগে আর্থ সামাজিক উন্নয়ন শীষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একাব্বর হোসেন এমপি একথা বলেন।

মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি আবুল কাশেম খান খোকনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমন, উদয় এনজিও নির্বাহী পরিচালক দে সুধির চন্দ্র, জনজীবন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন এনজিও পরিচালকসহ সহস্রাধিক সদস্য উপস্থিত ছিলেন।