টোল বাড়ানোকে কেন্দ্র করে শ্রমিক ও পুলিশের সংঘর্ষে একজন নিহত

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০২:২৮ পিএম, শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮ | ২০২

ঢাকার কেরানীগঞ্জের পোস্তগোলা ব্রিজের ঢালে টোল বাড়ানোকে কেন্দ্র করে শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষে সোহেল (২৮) নামের একজন নিহত এবং তিন শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। সোহেল পুলিশের গুলিতে নিহত হন বলে পরিবহন শ্রমিকরা দাবি করছেন।

শুক্রবার (২৬ অক্টোবর) সকালে সংঘর্ষের পর এ ঘটনা ঘটে। আহতাবস্থায় ইকুরিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে সোহেল মারা যান। পরে তার মরদেহ সলিমুল্লাহ মিডফোর্ড হাসপাতালে পাঠানো হয়। তিনি মহেন্দ্র গাড়ির চালক ছিলেন।

আহত তিনজন হচ্ছেন, গুলিবিদ্ধ তাসলিমা (৫০), আল আমিন (২৬) ও মানিক (২৬)।  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তারা চিকিৎসাধীন আছেন।

শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, টোলের হার বাড়ানোর প্রতিবাদে পরিবহন শ্রমিকরা শুক্রবার সকালে বিক্ষোভ শুরু করেন। পুলিশও সেখানে অবস্থান নেয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়লে পুলিশ পাল্টা গুলি চালায়। সংঘর্ষস্থল থেকে বেলা সাড়ে ১০টার দিকে গুলিবিদ্ধ একজনকে কাছের ইকুরিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রমিকরা বলছেন, এই সেতুতে আগে ট্রাকের টোল ছিল ৩০ টাকা। গত ২২ অক্টোবর সেই টোল বাড়িয়ে করা হয় ২৪০ টাকা। হঠাৎ করে এত বেশি টোল বাড়ানোয় তারা বিপাকে পড়েছেন। এই টোল কমিয়ে আনার দাবিতে গত কয়েকদিন ধরে বিক্ষোভ করেছিলেন পরিবহন শ্রমিকরা; শুক্রবার তা সহিংস রূপ নিল।

বুড়িগঙ্গা নদীর উপর এই সেতুর টোল বাড়ানোর প্রতিবাদে ২০১৫ সালে অটোরিকশা চালকদের বিক্ষোভে তিন দিন চলাচল বন্ধ ছিল। পরে নৌ পরিবহনমন্ত্রী ও পরিবহন শ্রমিক নেতা শাজাহান খানের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা শান্ত হয়।