টাঙ্গাইলে বাস চাপায় পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৫ পিএম, শনিবার, ২০ অক্টোবর ২০১৮ | ৪৫৯

টাঙ্গাইলের মির্জাপুরে বাস চাপায় আমিন মোল্লা (৪০) নামে এক পথচারী নিহত হয়েছেন। শনিবার (২০ অক্টোবর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আমিন মোল্লা উপজেলার বানাইল ইউনিয়নের ভাবখন্ড পূর্বপাড়া গ্রামের লতিফ মোল্লার ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাড়ি থেকে কর্মস্থল ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে পাকুল্যা বাসস্ট্যান্ডে পৌঁছালে মহাসড়ক পার হওয়ার সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী দ্রুতগতির একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ওসি একেএম কাউসার জানান, ‘ঘাতক বাসটি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে মরদেহটি উদ্ধার করা হয়েছে।’