পঞ্চগড়ে বিদ্যুৎ স্পৃষ্টে নিহত ১, আহত ৩

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৩৮ পিএম, বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮ | ৫৬৮
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজলার ৪ নম্বর শালবাহানে ইউপি এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আব্দুল (২৮) নামের ১ যুবকের মৃত্যু ও ৩ জন আহত হয়েছে। 
 
বৃহস্পতিবার (১৮ অক্টোবর) বেলা ১১টার দিকে শালবাহান বাজারের তুলশিয়া বিল নামক এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
 
আহতরা হলেন মো. ইসমাইল (৫৬), মোছা. জহুরা খাতুন (৬৫) ও শিশু আরিফ (১০)।
 
জানা যায়, সকালে আরিফ বরশি নিয়ে তুলশিয়া বিলের নিকটস্থ পুকুরে মাছ ধরতে যায়। সেখানে বাঁশের সাথে লাগানো কারেন্টের তারে বড়শির শিপটি লাগলে তার ছিঁড়ে আরিফের ওপর পড়ে। বড়শীর তারসহ আরিফ পুকুরে পড়লে তাকে বাঁচাতে এসে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায় আব্দুল।
 
এ সময় তাদেরকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন জহুরা খাতুন ও ইসমাইল হোসেন। ঘটনাস্থল হতে দ্রুত তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে আব্দুলকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। গুরুতর আহত জহুরা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য জেলা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।
 
এমএমআর/আমিরুল ইসলাম