ঠাকুরগাঁওয়ে জেলা আ'লীগের বিক্ষোভ মিছিল
২১ আগস্ট গ্রেনেড হামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক জিয়ার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঠাকুরগাঁও জেলা আ'লীগ।
জেলা আ'লীগ কার্যালয় থেকে (১১ অক্টোবর) বৃহস্পতিবার বিকেলে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে আ'লীগ এবং অন্যান্য সহ সহযোগি সংগঠনের নেতাকর্মী অংশ নেয়। পরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, ১৪ বছর আগে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আ'লীগ আয়োজিত সন্ত্রাসীবিরোধী সমাবেশে গ্রেনেড হামলা চালানোর চেষ্টা করা হয়।
ঘটনার মুল পরিকল্পনাকারী বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক জিয়াকে ফাঁসি না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। আমরা তারেক জিয়ার যাবজ্জীবন সাঁজা বাতিলে করে ফাঁসির দাবি জানাচ্ছি।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আ'লীগের সাধারণ সম্পাদক মুহা: সাদেক কুরাইশী, দপ্তর সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, সদর উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো, দপ্তর সম্পাদক মাহফুজ আহমেদ বিপু, ছাত্রলীগের সভাপতি মাহাবুব হোসেন রনি, সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক প্রমুখ।
সভা পরিচালনা করেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু।