টাঙ্গাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৯ পিএম, মঙ্গলবার, ৯ অক্টোবর ২০১৮ | ৭৮৫

টাঙ্গাইল শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ইলিশ মাছ জব্দ করা হয়েছে।

৯ অক্টোবর মঙ্গলবার দুপুরের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল করিমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার নুজহাত তাসনীম আওন, মহা. শাহানুর জামান প্রমুখ। পরে জব্দকৃত ইলিশ মাছ সরকারি শিশু পরিবার বালক ও বালিকায় বিতরণ করা হয়।