চকরিয়ায় পিইসির চূড়ান্ত মডেল টেস্ট আরম্ভ

এম,জুনাইদ উদ্দিন, (চকরিয়া) কক্সবাজার
প্রকাশিত: ০১:২৫ পিএম, মঙ্গলবার, ৯ অক্টোবর ২০১৮ | ৬১৬
চলতি বছরে আগামী ১৮ নভেম্বর সারা দেশে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ওপর  ভিত্তি করে কক্সবাজার জেলায় বিভিন্ন কেন্দ্রে চূড়ান্ত মডেল টেস্ট আরম্ভ হয়েছে। 
 
৯ অক্টোবর চকরিয়া পূর্ব বড় ভেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি কেন্দ্রে ১১০ জন ছাত্র/ ছাত্রী চূড়ান্ত মডেল টেস্টে অংশগ্রহণ করে। উক্ত কেন্দ্রের কেন্দ্র সচিব মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, চকরিয়া উপজেলায় ৪১ টি কেন্দ্রের একযোগে এই চূড়ান্ত মডেল টেস্ট আরম্ভ হয়। মোট কেন্দ্রে ৯৭৬ জন ছাত্র/ ছাত্রী উক্ত মডেল টেস্টে অংশগ্রহণ করে। 
 
তিনি আরো জানান, পূর্ব বড় ভেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে তিনটি স্কুলের ছাত্র/ ছাত্রী অংশগ্রহণ করে। তারমধ্যে - পূর্ব বড় ভেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আহছানিয়া শিখন একাডেমি ও হযরত আবু বকর ইকরা ইনস্টিটিউট বিদ্যালয় গুলো। 
 
এই কেন্দ্রে হল সুপার হিসেবে ছিলেন আহছানিয়া শিখন একাডেমির প্রধান শিক্ষক শাহনেওয়াজ চৌধুরী।
 
কেন্দ্র সচিব জানান, উক্ত কেন্দ্রের মডেল টেস্ট  সবার সহযোগিতা ও একাগ্রতায় পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর ভাবে নেওয়া সম্ভব হয়।