৩টি রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন করলেন স্থানীয় সংসদ

কালিহাতী সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৫২ পিএম, শুক্রবার, ৬ অক্টোবর ২০১৭ | ৯৭০

টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ৩টি রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ হাছান ইমাম খান সোহেল হাজারী।

৬ অক্টোবর বিকেলে কালিহাতী পৌরসভার বাস্তবায়নে কুষ্টিয়া পাকা রাস্তা হতে বৈলানপুর পর্যন্ত রাস্তা উন্নয়ন(চেইনেজ-০+৩০০-০+৮০০মিঃ), কালিহাতী বাসষ্ট্যান্ড হতে সাতুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা পুনঃ নির্মাণ (চেইনেজ-০+০০-০+৩৮৫মিঃ) লিংক সাতুটিয়া মোড় হতে কুদরত আলীর বাড়ী পর্যন্ত রাস্তা উন্নয়ন(চেইনেজ-০+০০-০+৮০মিঃ) এবং টাঙ্গাইল-ময়মনসিংহ আর এন্ড এইচ রোড হতে ঘুনী সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা পুনঃ নির্মাণ(চেইনেজ-০+০০-০+৪২৫মিঃ) ঘুনী-সালেংকা সংযোগ সড়ক পুনঃ নিমার্ণ (চেইনেজ-০+০০-০+১৮০মিঃ) এ ৩টি রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

ভিত্তি প্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন, কালিহাতী পৌরসভার মেয়র আলী আকবর জব্বার, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী সবুজ হোসেন, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর সাইদুর রহমান,৭.৮.৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রেজিয়া বেগম,২ নং ওয়ার্ডের কাউন্সিলর মির্জা আব্দুল মজিদ, কালিহাতী উপজেলা আওয়ামীলীগ নেতা আসলাম সিদ্দিকী ভুট্টো, উপজেলা যুবলীগের সভাপতি নুরুন্নবী সরকার, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি খলিলুর রহমান, সাধারন সম্পাদক কায়ছার মিয়া, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শামসুল হক সাধারন সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।